বাংলাদেশে এ বছর ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে রোগে মৃতর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ১৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৫৯৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ।
চলতি বছর ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪ হাজার ৪৫৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২৪ হাজার ৪২৬ জন।