অ্যাকসেসিবিলিটি লিংক

ফুটবল স্টেডিয়ামে ধসের বর্ষপূর্তিতে শ্রদ্ধা জানাল ইন্দোনেশীয়রা


ফুটবল স্টেডিয়ামে ধসের বর্ষপূর্তিতে শ্রদ্ধা জানাল ইন্দোনেশীয়রা
please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

এক বছর আগে ফুটবল স্টেডিয়াম ধসে পড়ায় বহু মানুষের প্রাণহানি হয়েছিল। রবিবার, ১ অক্টোবর, শত শত ইন্দোনেশীয় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সেই ধসে ১৩৫ জন নিহত হয়েছিলেন। বিশ্বের অন্যতম ভয়াবহতম ক্রীড়া বিপর্যয় ছিল এটি।

দোষীদের শাস্তি না দেওয়ার প্রতিবাদে কিছু শোকজ্ঞাপনকারী স্টেডিয়ামে প্রবেশ করে মাঠে অগ্নিসংযোগ করেন। (এএফপি)

XS
SM
MD
LG