গত সপ্তাহে প্রায় ১২০টি ডলফিনকে অ্যামাজন নদীতে মৃত ভেসে আসতে দেখা গেছে।
বিশেষজ্ঞদের সন্দেহ, তীব্র খরা ও তাপের কারণেই মারা যাচ্ছে ডলফিনরা।
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, যখন লেক টেফের জলের তাপমাত্রা বিপজ্জনকভাবে উচ্চ স্তরে পৌঁছায় তখন অন্তত ৭০টি মৃত ডলফিন ভেসে উঠেছিল।
জলে অক্সিজেনের অভাবে সম্প্রতি অ্যামাজন নদীতে হাজার হাজার মাছ মারা গেছে। (রয়টার্স)