অ্যাকসেসিবিলিটি লিংক

কুড়িগ্রামে মরমী কবি রাধাপদ রায়ের ওপর হামলা, থানায় মামলা


মরমী কবি রাধাপদ রায়
মরমী কবি রাধাপদ রায়

বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মরমী কবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলা হয়েছে। গুরুতর আহত হয়ে তিনিএখন নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ অক্টোবর) এ হামলার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে রবিবার (১ অক্টোবর) রাতে নাগেশ্বরী থানায় মামলা করেন।মামলায় কদু রহমান (৪৫) ও তার ছোট ভাই রফিকুল ইসলামকে (৩৮) অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা একই ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। হামলার করার পর থেকে তারা পলাতক রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন কবি রাধাপদ রায় বলেন, “শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আমার বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের পাশে রফিকুল নামে এক যুবক আমার ওপর হঠাৎ হামলা করে। হামলায় আমার পিঠে ও ঘাড়ে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে।” তিনি বলেন, “আমি জানি না কেন সে আমার ওপর হামলা করেছে। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তবে তার বড় ভাইয়ের সঙ্গে ছয় মাস আগে আমার তর্কাতর্কি হয়েছিলো। থানায় লিখিত অভিযোগ করেছি।”

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, “কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা এখনো পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এ ঘটনায় অভিযুক্ত রফিকুলের স্ত্রী, শ্যালক ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান।

XS
SM
MD
LG