আগামী সপ্তাহে চীন সফররত যুক্তরাষ্ট্রের সেনেটরদের একটি দ্বিপক্ষীয় দল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের আশা করছেন।
সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান সেনেটর মাইক ক্র্যাপোসহ অন্য সেনেটররা এই সফরে থাকছেন।
এই সফরে জাপান ও দক্ষিণ কোরিয়াতে যাত্রাবিরতিও থাকবে বলে গত মাসে শুমারের কার্যালয় থেকে জানানো হয়।
সাম্প্রতিককালে যুক্ত্ররাষ্ট্রের কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সাথে সম্পর্ক জোরদার করার বিষয়ে মনোযোগ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডোর চীন সফর এর উদাহারণ। এই প্রেক্ষাপটে আসন্ন সফর ঘটতে যাচ্ছে।
যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা প্রকাশ করার পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাণিজ্য এবং চীনে পরিচালিত আমেরিকান ব্যবসাগুলির চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।