অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পীকার পদ থেকে ম্যাকার্থী অপসারিত


প্রতিনিধি পরিষদের স্পীকার কেভিন ম্যাকার্থীর পাশে সাংবাদিক ও পুলিশ সদস্য। ওয়াশিংটনে ক্যাপিটল। অক্টোবর ৩,২০২৩
প্রতিনিধি পরিষদের স্পীকার কেভিন ম্যাকার্থীর পাশে সাংবাদিক ও পুলিশ সদস্য। ওয়াশিংটনে ক্যাপিটল। অক্টোবর ৩,২০২৩

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রতিনিধি পরিষদের স্পীকারকে তাঁর পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেন।

রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থীকে অপসারণের পক্ষে ২১৬ ভোট, বিপক্ষে ২১০ ভোট পড়ে।এ ছিল তাঁর নিজের দলের তরফ থেকে এক বিরল চ্যালেঞ্জ।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য ম্যাট গেইটজ ভোট গ্রহণে বাধ্য করতে সোমবার রাতে একটি প্রস্তাব উত্থাপন করেন যেখানে ম্যাকার্থীর নেতৃত্ব সম্পর্কে হতাশা প্রকাশ করেন। এর ঠিক আগে গত সপ্তাহে রক্ষনশীলদের ব্যয়ের অগ্রাধিকার সহ সরকারের অর্থায়ন প্রস্তাব পাশ করাতে ম্যাকার্থী ব্যর্থ হন।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যগরিষ্ঠতার অর্থ হলো,ম্যাকার্থীকে অপসারেণর জন্য গেইটজ’এর প্রয়োজন ছিল ডেমক্র্যাটদেরসহ কয়েকজন রিপাবলিকানের সমর্থন।

রিপাবলিকান সদস্য টম কোল মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ভেতরেই সমদলীয় সদস্যদের সতর্ক করে বলেন,“ আমাদেরকে বিশৃঙ্খলায় ঠেলে দেয়ার আগে ভাল মতো করে ভেবে দেখুন আমরা স্পীকার পদ ত্যাগ করলে আমরা কোথায় যাচ্ছি”।

প্রতিনিধি পরিষদের ফ্লোরে বিতর্কের সময় গেইটজ জবাবে বলেন,“আমার মনে হয় না কেভিন ম্যাকার্থীর বিরুদ্ধে ভোট দেয়ায় কোন ধরণের বিশৃঙ্খলা হবে। আমার মনে হয় ৩৩ লক্ষ কোটি ডলার বিশৃঙ্খল অব্স্থায় রয়েছে এবং ২২ লক্ষ কোটি ডলার বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে”।

শাট ডাউন এড়ানোর জন্য ম্যাকার্থী সংক্ষিপ্ত মেয়াদের জন্য অর্থায়নের জন্য ডেমক্র্যাটদের ভোটের উপর নির্ভর করার কয়েক দিন পর গেইটজ এর এই চ্যালেঞ্জ আসলো।

কয়েক দফা ভোটের পর জানুয়ারি মাসে ম্যাকার্থী প্রতিনিধি পরিষদের স্পীকার হন। সেই সময় গেইটজ এবং অন্যান্য রিপাবলিকান তাঁর প্রার্থিতার বিরোধীতা করেছিলেন। একটি বিষয়ে ছাড় দেওয়ায় ম্যাকার্থী তখন নির্বাচিত হয়েছিলেন আর তা ছিল এ বিষয়ে সম্মত হওয়া যে কোন একজন মাত্র সদস্য স্পীকারকে সরানোর জন্য প্রতিনিধি পরিষদে ভোটের আহ্বান জানাতে পারেন।

XS
SM
MD
LG