অ্যাকসেসিবিলিটি লিংক

ডিআরসি’র প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করলেন নোবেল শান্তি বিজয়ী মুকোয়েগি


নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গাইনোকোলজিক্যাল সার্জন ড. ডেনিস মুকওয়েগি ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার প্রদানকালে একটি স্ক্রিনগ্র্যাব। ১৮ মে, ২০২২।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গাইনোকোলজিক্যাল সার্জন ড. ডেনিস মুকওয়েগি ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার প্রদানকালে একটি স্ক্রিনগ্র্যাব। ১৮ মে, ২০২২।

ভয়েস অফ আমেরিকার ফ্রেঞ্চ টু আফ্রিকা বিভাগের এডি ইসাঙ্গো সোমবার ড. ডেনিস মুকওয়েগির একটি ভার্চুয়াল সাক্ষাৎকার নিয়েছেন।

ভয়েস অফ আমেরিকাঃ ডঃ মুকওয়েগি, ডিআরসি-র (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের) প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে আপনার অনুপ্রেরণা কী ছিল?

মুকওয়েগেঃ আমি মনে করি আমার প্রথম অনুপ্রেরণা হলো, বেশ কয়েক বছর ধরে কঙ্গোলিজ সোসাইটির সদস্যরা আমাকে সবসময় জিজ্ঞাসা করেছে যে, আমি দেশের প্রেসিডেন্ট পদে প্রতিদন্দ্বিতা করতে পারি কিনা...

ভয়েস অফ আমেরিকাঃ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর জন্য আপনি কী অবদান রাখতে চান?

মুকওয়েগেঃ স্থানীয় পর্যায়ে, অসুস্থদের যত্ন নেয়ার মাধ্যমে অবদান রাখতে চাই। আমরা যত্ন প্রদানের একটি সামগ্রিক মডেল তৈরি করেছি। এটি প্রকৃত পক্ষে আমাদেরকে একটি সমস্যামুক্ত স্বাস্থ্য পরিষেবা তৈরি করতে সক্ষম করে। আমাদের দেশের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আমরাই অন্যদের চেয়ে ভালো জানি।

আন্তর্জাতিক স্তরে আমরা এমন কিছু পরিচালকদের বোর্ডে আছি যেখানে বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা এবং আফ্রিকার স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ব্রেটন উডস ইনস্টিটিউশানগুলির [আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক] সাথে আমাদের ভালো যোগাযোগ রয়েছে। তাই আমি মনে করি, রাজনৈতিক স্তরে, রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে।

ভয়েস অফ আমেরিকাঃ আপনার বক্তব্যে আপনি সতর্ক করেছেন যে, নির্বাচন প্রক্রিয়া বর্তমানে ত্রুটিপূর্ণ, কিন্তু আপনি এখনো নির্বাচন করার পরিকল্পনা করছেন।

মুকওয়েগেঃ আমার বিশ্বাস, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে যা ঘটছে... সেখানে রাষ্ট্রীয় অপরাধের মতো ঘটনা ঘটছে, যখন আমাদের প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করা হচ্ছে এবং আমাদের কাঁচামাল রপ্তানি জনসাধারণের জন্য কোনো ফলাফল বয়ে আনছে না... এই অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার অর্থ হলো এই নিপীড়ন, দাসত্ব যাতে অব্যাহত থাকে সেই পথ পরিষ্কার করা।

XS
SM
MD
LG