অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো বিভাগে চীনের রেফারিং নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, শেষ পর্যন্ত সোনা জিতলেন নীরজ, রুপোও ভারতের


এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো বিভাগে চীনের রেফারিং নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, শেষ পর্যন্ত সোনা জিতলেন নীরজ, রুপোও ভারতের
এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো বিভাগে চীনের রেফারিং নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, শেষ পর্যন্ত সোনা জিতলেন নীরজ, রুপোও ভারতের

এশিয়ান গেমস-এ বুধবার ভারত অনেকগুলি বিভাগে সোনাসহ একাধিক পদক জিতলেও একটি সময়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। চীনের আয়োজকদের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েন অলিম্পিক্স-এ সোনাজয়ী ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। প্রথম থ্রোটি বাতিল হয়ে গিয়েছিল নীরজের। এরপর তাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। সেই নিয়ে তিনি চীনের রেফারির কাছে কৈফিয়ত চান।

থ্রো শুরুর মুহূর্তে দেখা গিয়েছে ভারতীয় তারকা জ্যাভলিন থ্রোয়ার বহুক্ষণ অপেক্ষা করছেন। সেইসময় মনে করা হয়েছিল, নীরজই হয়তো নিজের থ্রো করার জন্য বেশি প্রস্তুতি নিচ্ছেন। আদপে চীনের রেফারি ১৩ মিনিট অপেক্ষা করছিলেন নীরজের থ্রো দেখার জন্য।

উল্লেখ্য, জ্যাভলিন কিংবা ডিসকাসের ক্ষেত্রে অ্যাথলিটের শরীর ঠান্ডা হয়ে গেলে সমস্যা হয়ে থাকে। নীরজকে দেখা যায় একটু হলেও চঞ্চল হয়ে উঠেছেন। তিনি বারবার জ্যাকেট বদলে শরীর গরম করছিলেন।

অলিম্পিক্স কিংবা ডায়মন্ড লিগের ক্ষেত্রে দেখা গিয়েছিল নীরজ প্রথম থ্রোতেই বাজিমাত করেন। এদিনও তিনি তাই করেছিলেন। দেখা যায় ৮৫ মিটার ছুঁড়েছেন।

নীরজ নিজের চতুর্থ থ্রোতেই সোনা জিতে নেন। তিনি ৮৮.৮৮ মিটার ছুড়ে সোনা পেলেন। হারান স্বদেশীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনাকে। কিশোর ৮৬.৭৭ মিটার ছুড়ে রুপো জিতলেও প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নিয়েছেন। প্যারিস অলিম্পিক্সে এই দুই ভারতীয় থ্রোয়ারের দিকে তাকিয়ে থাকবে দেশ।

এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো বিভাগে চীনের রেফারিং নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, শেষ পর্যন্ত সোনা জিতলেন নীরজ, রুপোও ভারতের
এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো বিভাগে চীনের রেফারিং নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, শেষ পর্যন্ত সোনা জিতলেন নীরজ, রুপোও ভারতের

কিশোর জেনা নীরজের বড় প্রতিপক্ষ হলেও তার একটি থ্রো বাতিল করে দেন চীনের রেফারি। নীরজ জানতে চান কী কারণে কিশোরের থ্রো বাতিল করা হল। বর্শা ছোঁড়ার সময় দেখা যায়, কিশোর আদৌ লাইন টপকাননি। তিনি নিয়ম মেনেই থ্রো করেছেন। নীরজের প্রতিবাদে কাজ হয় অবশেষে।

এশিয়ান গেমসেও জ্যাভলিন থ্রোয়ে সোনা পেয়ে পরপর তিনটি সেরা মঞ্চে সেরার শিরোপা জিতলেন নীরজ চোপড়া। তিনি অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। পাশাপাশি ডায়মন্ড লিগেও শীর্ষ স্থান পান।

জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা ও রুপো জিতলেন দুই ভারতীয় তারকা। এটিও নজির। পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার নাদিম সরে যাওয়ায় নীরজের কাজটি সহজ হবে ভাবা গিয়েছিল। কিন্তু দেখা গিয়েছে স্বদেশীয় কিশোর কুমার জেনা প্রতিযোগিতায় ফেলে দেন নীরজকে।

নীরজ প্রথম থ্রো করেন ৮২.৩৮ মিটার। সেটি বাতিল হয়েছিল। দ্বিতীয় থ্রো করেন ৮৪.৪৯ মিটার।

প্রথম রাউন্ডের শেষে শীর্ষে ছিলেন দুই ভারতীয়। প্রথমে ছিলেন নীরজ চোপড়া (৮২.৩৮ মিটার)। দুই নম্বরে ভারতের কিশোরকুমার জেনা (৮১.২৬ মিটার)। তিনে ছিলেন জাপানের কেঞ্জি ওগুরা (৭৩.৩ মিটার)।

এদিন ক্রীড়া বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত অপেশাদারিত্ব দেখান আয়োজক চীনের রেফারিরা। লাইনে পা না পড়লেও কিশোরকুমার জেনার থ্রো ফাউল করে দেওয়া হয়। সেইসময় তীব্র প্রতিবাদ করেন কিশোর এবং নীরজ। তারপর সিদ্ধান্ত বদল করে বৈধ থ্রো বলা হয়। কিশোরের থ্রো দেখানো হয় ৭৯.৭৬ মিটার। তৃতীয় থ্রো-ও নীরজের ক্ষেত্রে বাতিল করা হয়েছিল।

XS
SM
MD
LG