বুধবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে ২০৩০ সালের বিশ্বকাপ তিনটি মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ সাধারণত একটি স্বাগতিক দেশে, কখনো কখনো দুটি দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ২০৩০ সালের বিশ্বকাপ স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে- এই ছয়টি দেশে অনুষ্ঠিত হবে। এরকম আগে কখনো হয়নি।
মূলত স্পেন এবং পর্তুগাল ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার প্রস্তাব করেছিল। মরক্কোকে অন্তর্ভুক্ত করার জন্য তাদের প্রস্তাব প্রসারিত করা হয়েছে। এই প্রস্তাবে অন্যান্য প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে পরবর্তীতে যোগ দেয়।
নজিরবিহীন এই বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে শুরু হতে পারে। ১৯৩০ সালে সেখানে উদ্বোধনী বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিল।
দক্ষিণ আমেরিকার সকার ফেডারেশন কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ বলেন, “শতবর্ষের বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা থেকে খুব বেশি দূরে হতে পারে না। এখানেই সবকিছু শুরু হয়েছিল।”
ফিফার ত্রিমহাদেশীয় বিশ্বকাপ পরিকল্পনা ২০২৪ সালে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাপী ২১১টি ফুটবল ফেডারেশনের একটি সম্মেলনের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য অপেক্ষা করছে। সেই ভোট সাধারণত একটি আনুষ্ঠানিকতা।
২০২৬-এর বিশ্বকাপের মতো ২০৩০ সালের বিশ্বকাপ ওই বছরের জুন এবং জুলাইয়ে অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত হয়েছে। এতে ৪৮টি দল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে মোট ১০৪টি খেলা হবে।
এখন যেহেতু ২০৩০ সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে একটি সিদ্ধান্তের পৌঁছানো গেছে, ২০৩৪ বিশ্বকাপের নিলাম প্রতিযোগিতা শীঘ্রই শুরু হবে। ২০৩৪ বিশ্বকাপ এশিয়া এবং ওশেনিয়ার ফিফা সদস্য দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া উভয়েই এই বিশ্বকাপের আয়োজক হওয়ার ব্যাপারের আগ্রহ প্রকাশ করেছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।