অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করতে হংকং কর্তৃপক্ষের ত্বরিৎ পদক্ষেপ


১৯৮৯ সালে বেইজিং-এর তিয়েনয়ানমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী বিক্ষোভের বার্ষিকীতে হংকং-এ যেখানে সাধারণত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয় সেখানে পুলিশ পাহারা দিচ্ছে। ৪ জুন, ২০২৩। ফাইল ছবি।
১৯৮৯ সালে বেইজিং-এর তিয়েনয়ানমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী বিক্ষোভের বার্ষিকীতে হংকং-এ যেখানে সাধারণত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয় সেখানে পুলিশ পাহারা দিচ্ছে। ৪ জুন, ২০২৩। ফাইল ছবি।

হংকং-এ প্রকাশ্য বিক্ষোভ প্রতিরোধ করার জন্য পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের আমব্রেলা আন্দোলনের স্মরণে কোনোপ্রকার অনুষ্ঠান করা থেকে বিরত রেখেছে। এমনকি গত সপ্তাহে জনসমক্ষে সাদা ফুল হাতে দাঁড়িয়ে থাকার জন্য একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষে সতর্কতামূলক উদ্যোগ এবং ত্বরিৎ পদক্ষেপগুলোর কারণে বোঝা যায় যে, তারা শহরে কোনোপ্রকার প্রতিরোধের চিহ্ন নিয়ে কতটা চিন্তিত।

১ অক্টোবর চীনের জাতীয় দিবসে হংকং-এ অনেকের কাছে “ক্যাপ্টেন আমেরিকা” বলে পরিচিত ৩৯ বছর বয়সী একজন ব্যক্তি হংকং-এর ব্যস্ত কজওয়ে বে বিকিকিনি এলাকায় সাদা ফুল হাতে দাঁড়িয়ে থাকায় তিনজন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[পূর্বে টুইটার নামে পরিচিত] সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রচারিত একটি ভিডিওতে সাদা ফুল হাতে কালো টি-শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যায়। টি-শার্টে লেখা ছিল, “হংকং এড অয়েল”। এটি উদ্দীপনামূলক একটি বাক্যাংশ। তার হাতে থাকা সাদা ফুল চীনা সংস্কৃতিতে মৃত্যুর প্রতীক। তিনি একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।

তিনজন সাদা পোশাকের পুলিশ তাকে ঘিরে ধরে এবং তাকে পরিচয়পত্র দিতে বলে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ পরে তাকে জনসাধারণের বিশৃঙ্খলা এবং পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেয়ার জন্য গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে হংকং পুলিশ ভয়েস অফ আমেরিকার অনুরোধে সাড়া দেয়নি।

লাই বলেছেন, হংকং সরকার “জাতীয় নিরাপত্তা আইনকে মৌলিক মানবাধিকারের ঊর্ধ্বে রাখে।” এই ধরনের অনুশীলন সর্বজনীন মানবাধিকারের মানদণ্ডের পরিপন্থী।

XS
SM
MD
LG