অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনের দ্বীপে দাবানল, খালি করা হল এলাকা


স্পেনের দ্বীপে দাবানল, খালি করা হল এলাকা
please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, স্পেনের টেনেরিফ দ্বীপে ছড়িয়ে পড়া দাবানলকে নিয়ন্ত্রণে আনতে লড়াই করেন সেনা ও দমকলকর্মীরা। এই দাবানল প্রায় ৩ হাজার মানুষকে তাঁদের বাড়ি ছাড়তে বাধ্য করেছে।

বুধবার আগুন ছড়াতে শুরু করে। এই আগুন নেভাতে ১০০ জনের বেশি কর্মীকে মোতায়েন করা হয়েছে। এই দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় সীমাবদ্ধ রয়েছে এই আগুন।

বেশ কয়েক বছর ধরে তীব্র খরা প্রত্যক্ষ করছে স্পেন এবং এর ফলে দাবানলের ক্রমবর্ধমান ঝুঁকির মুখেও পড়েছে। (এপি)

XS
SM
MD
LG