বুধবার, ৪ অক্টোবর, সিডনিতে এক হোস্টেল কক্ষের মধ্যে বৈদ্যুতিন বাইকের ব্যাটারি বিস্ফোরণের মুহূর্তটি ধারণ করেছে নিরাপত্তা ক্যামেরা। এই ঘটনায় ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে এবং এক ফরাসি পর্যটক সামান্য দগ্ধ হন।
ত্রুটিপূর্ণ লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জে রেখে দেওয়া হয়েছিল এবং এর ফলেই বিস্ফোরণটি ঘটেছে। এমনটাই জানিয়েছেন দমকল ও উদ্ধার কর্মকর্তারা।
দমকল দফতর জানিয়েছে, এই আবাসন থেকে প্রায় ৭০ জনকে অন্যত্র সরানো হয়েছে। (রয়টার্স)