অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের হামলা পর সিরিয়ায় তেল স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে


শুক্রবার, ৬ অক্টোবর, সিরিয়ায় একটি তেলের স্থাপনা থেকে আগুনের শিখা বেরোতে থাকে। সীমান্তের কাছে তুরস্কের হামলার পর এই ঘটনা।

কুর্দি বাহিনীর বক্তব্য অনুযায়ী, দেশের কুর্দ-নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

আঙ্কারায় বোমা হামলার পাল্টা জবাবে সিরিয়ায় কুর্দ ঘাঁটিকে নিশানা করে সীমান্ত পেরিয়ে বিমান হামলা তীব্র করেছে তুরস্ক। উল্লেখ্য, রবিবার আঙ্কারায় ওই বোমা হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। (এএফপি)

XS
SM
MD
LG