অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিকতা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা: মির্জা ফখরুল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতি সংকটময় সময় পার করায়, সাংবাদিকতা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হয়ে দাঁড়িয়েছে।” শনিবার (৭ অক্টোবর) দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খানের স্মরণ সভায় এ কথা বলেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রয়াত হাবিবুর রহমান খানের বন্ধু ও সহকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বিএনপি মহাসচিব বলেন, “জাতির দুঃসময়ে সাংবাদিকতা যখন সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা, তখন ব্যক্তিগত সততার সঙ্গে পেশাগত কার্যক্রম চালিয়ে যাওয়া জরুরি। আমরা সবাই যদি এটা করতে পারি, তাহলে অবশ্যই আমরা দেশের বর্তমান (রাজনৈতিক) সংকট কাটিয়ে উঠতে পারব।”

মির্জা ফখরুল, প্রয়াত হাবিবকে একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ ও পেশাদার রিপোর্টার হিসেবে উল্লেখ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

XS
SM
MD
LG