অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার বহুতল ভবনে ইসরাইলের বিমান হামলা


গাজার বহুতল ভবনে ইসরাইলের বিমান হামলা
please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশবাসীর উদ্দেশে বলেন, দেশটি গাজা উপত্যকার শাসক ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে “যুদ্ধ করছে”। শনিবার দিনের শুরুতে গাজা উপত্যকার শাসক হামাস ইসরাইলের বিরুদ্ধে একটি বড় আকারের, নানামুখী আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো টেলিভিশনে বক্তব্য রাখতে যেয়ে এ কথা বলেন নেতানিয়াহু। তিনি রিজার্ভ সেনাদলকে ডেকে পাঠিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, হামাস “এতোটাই চরম মূল্য দেবে যা তারা এখন পর্যন্ত দেখেনি।” “আমরা যুদ্ধ করছি”, নেতানিয়াহু বলেন। “এটা কোনো ‘অভিযান” নয়, নয় কোনো ‘টহল’, এটা যুদ্ধ।”

একইসঙ্গে, যেসব শহরে হামাসের যোদ্ধারা অনুপ্রবেশ করে ইসরাইলি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধ করছে, সেগুলো থেকে তাদের নির্মূল করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শনিবার হামাস ইসরাইলের উদ্দেশে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং দেশটির অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকায় বেশ কয়েক ডজন সেনা পাঠিয়ে বড় আকারে পেশীশক্তি প্রদর্শন করে, যা একটি বড় ছুটির সময় ইসরাইলকে অপ্রস্তুত করে তোলে। ইসরাইলের জরুরী সেবা সংস্থা জানায়, চিকিৎসাকর্মীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ১৬ জন হতাহতকে উদ্ধার করেছে, যার মধ্যে একজন ষাটোর্ধ বৃদ্ধা আছেন। তিনি গাজা থেকে আসা ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নিহত হন। এই হামলায় আহত অপর ২ ব্যক্তি আশংকাজনক অবস্থায় আছেন।

XS
SM
MD
LG