অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত গাজার বহু ভবন


ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত গাজার বহু ভবন
please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

একদিন আগে আকস্মিক হামলা চালায় হামাস। এরই প্রত্যাঘাতে সপ্তাহান্তে গাজা স্ট্রিপে বিমান হামলা চালায় ইসরাইল। এই হামলায় বহু বাড়িঘর মাটিতে মিশে গেছে।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের সংস্থার বক্তব্য অনুযায়ী, বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে গাজা সীমান্ত ছেড়ে এই অঞ্চলের অভ্যন্তরে পালিয়ে গেছে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি।

সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, সোমবারের মধ্যে গাজায় এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরাইল। গাজা থেকে হামাস গোষ্ঠী অভূতপূর্ব আক্রমণ শুরু করার দুই দিন পর এই প্রত্যাঘাত।

ইসরাইলে প্রায় ৭০০ মানুষ নিহত এবং গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন।

বর্তমানে ফিলিস্তিনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে হামাসের এবং এই গোষ্ঠী গাজা-কে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। তারা ইসরাইলকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে নারাজ এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক অসলো শান্তি চুক্তির বিরোধিতা করছে এই গোষ্ঠী। (এপি)

XS
SM
MD
LG