সোমবার, ৯ অক্টোবর, গাজা শহরের উপর থেকে ড্রোন মারফত ফুটেজ তোলা হয়। এই ফুটেজে দেখা যাচ্ছে, হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরাইলের বোমাবর্ষণের ফলে বিপুল ধ্বংসের চিহ্ন।
ইসরাইলি বিমান হামলার ফলে গোটা মসজিদই ধুলিস্যাৎ হয়ে গেছে।
সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, গাজায় এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরাইল। গাজা থেকে হামাস গোষ্ঠী অভূতপূর্ব আক্রমণ শুরু করার দুই দিন পর এই প্রত্যাঘাত।
ইসরাইলে প্রায় ৭০০ মানুষ নিহত এবং গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন।
বর্তমানে ফিলিস্তিনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে হামাসের এবং এই গোষ্ঠী গাজা-কে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। তারা ইসরাইলকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে নারাজ এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক অসলো শান্তি চুক্তির বিরোধিতা করছে এই গোষ্ঠী। (এপি)