অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিবেদক ইভান গার্শকোভিচকে আটকের বিষয়টির অনুমোদন দিয়েছে রাশিয়া


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচ মস্কোর মস্কো সিটি কোর্টে একটি আদালত কক্ষে দাঁড়িয়ে আছেন। ১০ অক্টোবর, ২০২৩।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচ মস্কোর মস্কো সিটি কোর্টে একটি আদালত কক্ষে দাঁড়িয়ে আছেন। ১০ অক্টোবর, ২০২৩।

মঙ্গলবার মস্কোর একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সংবাদদাতা ইভান গার্শকোভিচকে আটকের বিরুদ্ধে করা আপিল প্রত্যাখ্যান করেছে। আদালত তাকে ৩০ নভেম্বর পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে।

গার্শকোভিচ মার্চের শেষের দিকে ইয়েকাটেরিনবার্গের ইউরাল শহরে প্রতিবেদন তৈরির জন্য সফরে যান। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোভিয়েত যুগের পরে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জেলে যাওয়া প্রথম পশ্চিমা প্রতিবেদক।

ওয়াল স্ট্রিট জার্নালের ৩১ বছর বয়সী এই মস্কো সংবাদদাতা, তার নিয়োগকারী এবং যুক্তরাষ্ট্রের সরকার গুপ্তচরবৃত্তির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আদালতে একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, মস্কো সিটি কোর্টের বিচারক ইউরি পাস্যুনিন তাকে ৩০ নভেম্বর পর্যন্ত “পরিবর্তন ছাড়াই আটক রাখার” রায় দিয়েছেন।

গার্শকোভিচ একটি চেক শার্ট আর জিন্স পরিহিত ছিলেন। আদালতের কাঁচের কক্ষের আড়াল থেকে পরিচিত সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসছিলেন।

শুনানিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

তার আটকের মেয়াদ তিন মাস বৃদ্ধির জন্য আগস্টে দেয়া এক রায়ের বিরুদ্ধে গার্শকোভিচ আপিল করেছিলেন।

রাশিয়া গার্শকোভিচের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার প্রকাশ্য প্রমাণ দেয়নি।

এই আমেরিকান নাগরিক পূর্বে এএফপি-র জন্য কাজ করতেন। ক্রেমলিন ইউক্রেনে আক্রমণ শুরু করার পরে অনেক পশ্চিমা সাংবাদিক দেশ ছেড়ে চলে গেলেও তিনি রাশিয়া থেকে প্রতিবেদন করা অব্যাহত রেখেছে।

তাকে মস্কোর কুখ্যাত লেফোরতোভো কারাগারে রাখা হয়েছে।

XS
SM
MD
LG