ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বিমান প্রতিরক্ষা, আর্টিলারি এবং গোলাবারুদ এসব সামরিক সহায়তার জন্য ব্রাসেলসে নেটো সদর দফতরে তার আবেদন উত্থাপন করেছেন। তিনি বুধবার নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে সেখানে আলোচনায় অংশ নিয়েছেন।।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের এক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে জেলেন্সকি বলেন, "এই যুদ্ধ কখন শেষ হবে এবং এটি ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গতভাবে শেষ হবে কিনা এই প্রশ্নের উত্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিমান প্রতিরক্ষা।"
তিনি আরও বলেন, ইউক্রেনকে পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের অর্থ হবে ইউক্রেনীয় শহরগুলিতে স্বাভাবিক জীবন নিশ্চিত করা এবং কৃষ্ণ সাগর ও দানিয়ুব নদীর মাধ্যমে বিশ্বে ইউক্রেনীয় শস্য রফতানির করিডোরগুলি কার্যকর করা।
নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদের প্রবাহ অব্যাহত রাখতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়াকে উচ্চ মূল্য দিতে বাধ্য করেছে। রাশিয়া সামরিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিশ্ব মঞ্চে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি বলেন,“আপনাদের লড়াই মানে আমাদের লড়াই। আপনাদের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা। আপনাদের মূল্যবোধই আমাদের মূল্যবোধ। যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব।”
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য ২০ কোটি ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা গোলাবারুদ, আর্টিলারি এবং রকেট গোলাবারুদ, অ্যান্টি-ট্যাঙ্ক রাউন্ড এবং রাশিয়ান ড্রোন মোকাবেলার সরঞ্জাম। অন্য মিত্ররাও বুধবার নতুন সহায়তা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।