ভারত মহাসাগরকে আশার আলো হিসেবে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত মহাসাগরের কার্যক্রম অবশ্যই নিরাপদ ও সুরক্ষার সঙ্গে পরিচালনা করতে হবে।
আব্দুল মোমেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ভিশনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আন্তআইওআরএ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য একটি সম্মিলিত কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, আইওআরএ এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
বুধবার (১১ অক্টোবর) কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ২৩তম কাউন্সিল অফ মিনিস্টারস মিটিংয়ে (সিওএম) যোগ দেন আব্দুল মোমেন।
বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কার কাছে আইওআরএ–এর সভাপতিত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়।
আব্দুল মোমেন তার উদ্বোধনী বক্তব্যে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশনের নতুন চেয়ার হিসেবে শ্রীলঙ্কা এবং ভাইস-চেয়ার হিসেবে ভারতকে অভিনন্দন জানান।
বিদায়ী সভাপতি হিসেবে আব্দুল মোমেন ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইওআরএ–এর সভাপতিত্বকালে সচিবালয়ের জন্য একটি বিস্তৃত ও নিয়মতান্ত্রিক ক্ষতিপূরণ প্যাকেজ প্রবর্তন এবং এর আর্থিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করার মতো আইওআরএ-তে বাংলাদেশের অবদানের একটি বিবরণ কাউন্সিলে উপস্থাপন করেন।
তিনি অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের প্রগতিশীল ভূমিকার কথাও তুলে ধরেন।
বাংলাদেশের 'আইওআরএ-ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ'-এর কথা উল্লেখ করে তিনি সংলাপ অংশীদার এবং আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোকে এই উদ্যোগকে সমর্থন এবং এ অঞ্চলের অন্য উন্নয়ন কর্মসূচির পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান।
বৈঠক শেষে আব্দুল মোমেন বিকেলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং চলমান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) আলোচনা, ব্যবসা ও বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, পর্যটন, শিপিং ও বিমান যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিদ্যমান খাতভিত্তিক সহযোগিতার দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এর বাইরে তিনি ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।
আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ আইওআরএ সদস্য রাষ্ট্র ও ডায়ালগ পার্টনারদের অন্য উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।