১১ অক্টোবর বুধবার ইসরাইলের সেনাবাহিনী ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ইসরাইলের বিমান হামলায় গাজা শহরের একটি ইসলামী বিশ্ববিদ্যালয় ধূলায় মিশে গেছে।
সেনাবাহিনী বলেছে, ওই বিশ্ববিদ্যালয় সামরিক গোয়েন্দা তথ্য এবং অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হচ্ছিল।
ইসরাইল এবং জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে পঞ্চম দিনের মতো যুদ্ধ চলছে। ইসরাইলি যুদ্ধবিমানগুলো প্রতিনিয়ত গাজা উপত্যকায় আক্রমণ করছে।
সংঘর্ষে উভয় পক্ষের ২,১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। (এপি)