বৃহস্পতিবার এক বিরল বিদেশ সফরে কিরগিজিস্তানে পৌঁছলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য এই বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই রুশ নেতা অভিযুক্ত হয়েছেন।
কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। কিরগিজিস্তান আয়োজিত কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস শীর্ষ সম্মেলনে শুক্রবার তাঁর যোগ দেওয়ার কথা। এই সম্মেলনে অংশ নেবেন আজারবাইজান, বেলারুস, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা।