অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে সন্দেহভাজন মানব-পাচারকারীর গাড়ি উল্টে নিহত ৭ জন


জার্মানির মিউনিখের মানচিত্র
জার্মানির মিউনিখের মানচিত্র

জার্মানির কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল পুলিশ একটি ভ্যানকে থামানোর চেষ্টা করলে, পুলিশের বাধা এড়ানোর চেষ্টা কালে, ভ্যানটি উল্টে যায়; এ ঘটনায় নিহত হয় ৭ জন, আহত হয় আরো কয়েকজন। ধারণা করা হচ্ছে যে ভ্যানটি চালাচ্ছিলো এক সন্দেহভাজন মানব-পাচারকরী।

কর্তৃপক্ষ বলেছে, পূর্ব মিউনিখের অ্যাম্ফিঙ-এর কাছে এ- নাইন্টিফোর মহাসড়কে, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি একটি অষ্ট্রিয়ার সীমান্ত অভিমূখী মহাসড়ক।

এই এ- নাইন্টিফোর মহাসড়ক চোরাচালানের পথ হিসেবে পরিচিত।দুর্ঘটনাকবলিত গাড়িতে ছিলেন শিশুসহ ২০ জনের বেশি মানুষ।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাড়িতে সিরিয়া ও তুরস্কের নাগরিকরা ছিলেন। আর, গাড়ির চালক অস্ট্রিয়ার একজন রাষ্ট্রহীন বাসিন্দা।

সম্প্রতি ইউরোপে অভিবাসন-প্রত্যাশীদের আগমন বৃদ্ধি পেয়েছে। আর, অধিকাংশ অভিবাসন-প্রত্যাশীর

XS
SM
MD
LG