অ্যাকসেসিবিলিটি লিংক

বিতর্কিত টুইটের কারণে পাকিস্তানের প্রস্তাবিত সহায়তা প্রত্যাখ্যান করেছে তালিবান


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের জেন্দা জান জেলায় ভূমিকম্পের পর চাহাক গ্রামে বালির ঝড় ওঠায় আফগানরা নিরাপদ জায়গায় যাচ্ছেন। ১২ অক্টোবর, ২০২৩।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের জেন্দা জান জেলায় ভূমিকম্পের পর চাহাক গ্রামে বালির ঝড় ওঠায় আফগানরা নিরাপদ জায়গায় যাচ্ছেন। ১২ অক্টোবর, ২০২৩।

আফগানিস্তানের তালিবান সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত পোস্টের কারণে আফগানিস্তানের জন্য পাকিস্তানের ভূমিকম্প সংক্রান্ত ত্রাণ সহায়তা অবরুদ্ধ করেছে। বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকা উচ্চপদস্থ সরকারি সূত্র থেকে একথা জানতে পেরেছে।

পশ্চিম আফগানিস্তানের প্রদেশ হেরাতের কিছু অংশে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর বিতর্ক শুরু হয়। ইসলামাবাদ ত্বরিৎ ঘোষণা করেছে যে, তারা মারাত্মক বিপর্যয়ের শিকারদের জন্য ৫ হাজার শীতকালীন তাঁবু, ১৫ হাজার কম্বল, খাদ্য সামগ্রী, চিকিৎসা সরবরাহ এবং ডাক্তারদের একটি দলসহ একটি পরিবহন বিমান পাঠাবে।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চালানটি প্রস্তুত করেছে। তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।কয়েক ঘন্টা পরে কাকার এক্স-এর একটি পোস্টে দাবি করেন, তালিবান সরকারের অনুরোধে সহায়তা পাঠানো হচ্ছে, তবে কাবুল আনুষ্ঠানিকভাবে কোনো দেশকে ত্রাণ পাঠাতে বলেনি।

ইসলামাবাদ কেন আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠাতে পারছে না তা ব্যাখ্যা করার জন্য জিজ্ঞাসা করা হলে বিষয়টি সম্পর্কে অবহিত শীর্ষ একজন পাকিস্তানি কর্মকর্তা তালিবানের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

ওই কর্মকর্তা বলেছেন, “কাবুল হ্যাঁ বা না জানায়নি; তারা সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে এবং আমাদের বলেছে, তা কখন পাঠাতে হবে তারা আমাদের জানাবে।”

.দুই বছর আগে তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। এরপর থেকে আফগানিস্তানের মাটিতে আশ্রয় নেয়া জঙ্গিরা পাকিস্তানে ভয়াবহ হামলার জন্য দায়ী- এমন অভিযোগের কারণে প্রতিবেশী দুই দেশের মধ্যের সম্পর্কে টানাপড়েন চলছে। আফগানিস্তান পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


XS
SM
MD
LG