অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন ব্লিংকেন


জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন ব্লিংকেন
please wait

No media source currently available

0:00 0:00:22 0:00
ইসরাইলের ওপর হামাসের ভয়াবহ সন্ত্রাসী হামলা ও সমস্ত জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা এবং সংঘাতকে আরও বাড়তে না দেয়ার বিষয়ে আলোচনা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন শুক্রবার আম্মানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কাজ করছে না। যে সময় ইসরাইল সন্ত্রাসবাদ থেকে নিজেদের রক্ষা করার জন্য বৈধ নিরাপত্তা অভিযান পরিচালনা করছে, সে সময় গাজার বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা কীভাবে পূরণ করা য়ায় তা নিয়ে তিনি আবদুল্লাহর সাথে আলোচনা করেছেন।
ব্লিংকেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের শক্তি এবং জর্ডানের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জেরুজালেমে এবং এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য একটি শক্তি হিসেবে জর্ডানের বিশেষ ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
XS
SM
MD
LG