যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন শুক্রবার আম্মানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র মিলার বলেছেন, ঐ বৈঠকে ব্লিংকেন ইসরাইলের বিরুদ্ধে হামাসের ঘৃণ্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন নিন্দা পুনর্ব্যক্ত করেন। তিনি সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে অংশীদারদের সাথে সমন্বয় করে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা তার বিশদ বিবরণ দিয়েছেন।
ব্লিংকেন এই সংঘাতের শিকার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা, স্বাধীনতা, ন্যয়বিচার এবং আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের পক্ষে লড়াই করছে না।
ব্লিংকেন ফিলিস্তিনি, ইসরাইলি এবং কয়েক হাজার আমেরিকান যারা পশ্চিম তীরকে নিজের বাসভূমি বলে মনে করেন তাদের সুবিধার জন্য পরিস্থিতি শান্ত করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার প্রেসিডেন্ট আব্বাস এবং তার দলকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সকলের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় ফিলিস্তিনি নেতৃত্ব এবং জনগণের সাথে পারস্পরিক সহযোগিতার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা পুনর্ব্যক্ত করেন।