শুক্রবার, ১৩ অক্টোবর, ইসরাইলের সামরিক বাহিনীর প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে এক সপ্তাহ আগে হামাস জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে গাজা বিভাজন-রেখার কাছে একটি সামরিক ফাঁড়ি উদ্ধার করেছে উন্নত ইউনিট।
গত সপ্তাহান্তে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাস হামলা চালানোর কয়েক ঘন্টা পর ইসরাইল পাল্টা আক্রমণ করে।
সেনাবাহিনী জানিয়েছে, তারা ৬০ জনের বেশি হামাস জঙ্গিকে হত্যা এবং আরও ২৬ জনকে গ্রেফতার করেছে ।
সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা ২৫০ জন পণবন্দিকে উদ্ধার করেছে, তবে তাঁরা কারা বা কোন পরিস্থিতিতে তাঁদের আটকে রাখা হয়েছিল তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। (এপি)