অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবেশি হিসেবে ভারত চায় বাংলাদেশে স্থিতিশীলতা থাকুক: অরিন্দম বাগচী


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, নয়া দিল্লি সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, নয়া দিল্লি সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী বলেছেন, “প্রতিবেশি হিসেবে ভারত চায়, বাংলাদেশে স্থিতিশীলতা থাকুক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হোক।” সোমবার (১৬ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, নয়া দিল্লি সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (বাংলাদেশ-মিয়ানমার বিভাগ) নবনীতা চক্রবর্তী এবং শিলাদিত্য হালদার (ফাস্ট সেক্রেটারি, হাইকমিশন অফ বাংলাদেশ)।

আসন্ন নির্বাচন এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তৎপরতা এবং এমন প্রেক্ষাপটে ভারতের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে, অরিন্দম বাগচী বলেন, “বাংলাদেশের কিভাবে নির্বাচন হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। ভারত সবসময় চায়, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। বাংলা‌দে‌শের গণতন্ত্রকে ভারত সবসময় সম্মান ক‌রে।”

তিনি আরো বলেন, “দেশ‌টির স্বাধীনতা অর্জনে ভারত পাশে ছিলো; বর্তমা‌নেও আছে, আগামী‌তেও থাক‌বে। আমাদের কাজ বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়ন করা। দু’দেশের সরকার তা-ই করে চলেছে। দুই দেশের ম‌ধ্যে সম্পর্ক চমৎকার।” আরেক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচী বলেন, “আমাদের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, সে দেশের জনগণের সঙ্গে। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়।”

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের সংবিধানে এমন কিছু নেই, ভারতে এমন কিছু হয় না। এক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে যা বলা আছে, হয়তো সেটাই হবে। ওটা বাংলা‌দে‌শের অভ্যন্তরীণ বিষয়। যা গণতন্ত্রের জন্য ভা‌লো, নিশ্চয় বাংলা‌দেশ তা কর‌বে। বাংলা‌দে‌শের জনগণ তা কর‌বে।”

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক-কে ভারত কিভাবে দেখে? এমন প্রশ্নের জবাবে বাগচী বলেন, “বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা তাদের বিষয়। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। যদি তারা মনে করেন তাদের ভালো, তবে তারা সেটাই বেছে নেবেন। কিন্তু, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে তুলনা চলে না। ভারত-বাংলা‌দেশ সম্পর্ক সবচেয়ে উঁচুতে।”

বাংলাদেশের নাগরিকদের নানা প্রশ্নের জবাবে ভারতীয় কর্মকর্তাগণ দুই দেশের সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতের সহায়তা, ধীরে ধীরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা।

XS
SM
MD
LG