অ্যাকসেসিবিলিটি লিংক

আইসিসি বিশ্বকাপ ২০২৩: বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ


বৃহস্পতিবার, ১৯ অক্টোবর পুনেতে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর পুনেতে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর প্রথম ম্যাচে জয় এবং পরবর্তী দুই ম্যাচে পরাজয়ের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৪০টি ওয়ানডে খেলেছে এবং এর মধ্যে মাত্র ৮টিতে জিতেছে।

বড় এই ম্যাচ যতই ঘনিয়ে আসছে, অধিনায়ক সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে অধীর আগ্রহে নজর রাখছে বাংলাদেশ। উরুর পেশির ইনজুরির কারণে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সদস্য খালেদ মাহমুদ জানিয়েছেন, সাকিব ভারতের বিপক্ষে খেলতে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেটসহ ২৯ উইকেটের রেকর্ড রয়েছে সাকিবের। তাঁর উপস্থিতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পুনের একটি সূত্র নিশ্চিত করেছে, সাকিব ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। তবে ভারতের বিপক্ষে ম্যাচে তাঁর অংশগ্রহণ এখনো অনিশ্চিত।

এদিকে ভারতের বিপক্ষে সাকিবের দুর্দান্ত ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও, ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, অতীতের পারফরম্যান্স অন্য বিশ্বকাপের ম্যাচে ফলাফল নির্দেশ করে না।

সাকিবকে নিয়ে মামব্রে বলেন, “তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিন্তু আমরা কেবল আমাদের নিজস্ব প্রস্তুতি, বাস্তবায়ন ও পরিকল্পনার দিকে মনোনিবেশ করি। অন্য কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়”।

বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজ জিতলেও, বিশ্বকাপে তাদের পারফরমেন্স পুনেতে ভারতের বিপক্ষে জয়ের জন্য খুব আশা জাগানিয়া নয়।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় টাইগাররা।

অন্যদিকে এবারের বিশ্বকাপে তিনটি প্রশংসনীয় জয় পেয়েছে ভারত।

এই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকবে। কারণ তারা এই বিশ্বকাপে এখনো শক্ত পারফরম্যান্স দেখাতে পারেনি।

XS
SM
MD
LG