বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টায় আছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আপনারা (আওয়ামী লীগ) আমাদের নির্বাচনে অংশ নিতে বাধা সৃষ্টি করছেন। আপনারা বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দিতে চান না। এর পেছনে একমাত্র কারণ হলো আপনারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টায় আছেন”।
ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণে এ সভার আয়োজন করা হয়। ১৩ অক্টোবর মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য প্রমাণ করে যে, তারা বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে এবং একজনই দেশের মালিক।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার (১৮ অক্টোবর) বিরোধী দলকে শেষ বার্তা দিয়েছেন। তিনি (কাদের) বলেছেন, নির্বাচনকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
ওবায়দুল কাদেরের বার্তা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আপনি যদি এমনটা মনে করেন, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই”।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ। ব্যর্থ আন্দোলন করতে করতে বিএনপি এখন পতনের দিকে যাচ্ছে”।
বৃহস্পতিবার (১৯ অক্টেবর) সকালে ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এই রূপান্তর বিশ্বের বিস্ময়। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বের কল্যাণে। কিন্তু একটি দল দেশের এই উন্নয়ন নিয়ে বিষোদগার করে।
ওবায়দুল কাদের আরও বলেন, এ দেশের উন্নয়ন, এ দেশের অর্জন, এ দেশের গণতন্ত্রকে যদি রক্ষা করতে চান, দেশকে ভালোবাসতে চান, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান বক্তব্য দেন।