অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজ থেকে বক্তব্য রাখলেন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস থেকে বৃহস্পতিবার রাতে দেওয়া বিরল এক ভাষণে বলেন, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য” ইসরাইল ও ইউক্রেনের যুদ্ধে সফল হওয়া গুরুত্বপূর্ণ। তিনি ঐ দুটি দেশের জন্য কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা চাওয়ার প্রস্তুতির অংশ হিসাবে উভয় দেশে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরও গভীর করার যুক্তি তুলে ধরেন।

বাইডেন বলেন, "যদি আন্তর্জাতিক আগ্রাসন অব্যাহত থাকে তাহলে বিশ্বের অন্যান্য অংশে সংঘাত ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।"

তিনি আরও বলেন, তিনি কংগ্রেসের কাছে একটি জরুরি তহবিলের অনুরোধ পাঠাবেন যা আগামী বছরের জন্য আনুমানিক ১০ হাজার কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। মানবিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি ইউক্রেন, ইসরাইল, তাইওয়ানের জন্য অর্থের প্রস্তাবটি শুক্রবার উত্থাপন করা হবে।

বাইডেন বলেন, “আমেরিকার নিরাপত্তার বিবেচনায়, এটি একটি স্মার্ট বিনিয়োগ যার লভ্যাংশ ভোগ করবে আগামী প্রজন্ম।”

https://www.voabangla.com/a/7318906.html


XS
SM
MD
LG