অ্যাকসেসিবিলিটি লিংক

সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস


ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশের কয়েকজন সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে তিনি মিডিয়া ফ্রিডম কোয়ালিশন-এর সদস্যদের প্রতি সমর্থন জানান এবং একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, “সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে, স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকে। সাংবাদিকতা শুধু পেশাই নয়, বরং, নির্বাচিত নেতাদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়ার মাধ্যম; যা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।”

বৈঠক সূত্র জানায়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সম্পাদকদের মধ্যে ছিলেন; ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

XS
SM
MD
LG