অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশে শোক পালন


ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে,শনিবার (২১ অক্টোবর) শোক পালন করছে বাংলাদেশ।
ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে,শনিবার (২১ অক্টোবর) শোক পালন করছে বাংলাদেশ।

ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে,শনিবার (২১ অক্টোবর) শোক পালন করছে বাংলাদেশ। দিনটিতে, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশন সমূহ শোক পালনের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ অক্টোবর ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “ইসরাইলের হামলার শিকার শুধু মুসলিমরাই নয়; খ্রিস্টান ও ইহুদিরা-ও এর শিকার।” তিনি বলেন, “ফিলিস্তিনের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ পাশে থাকবে। কারণ ফিলিস্তিনের ওপর বারবার হামলা কখনোই মেনে নেয়া যায় না।”

শেখ হাসিনা আরো বলেন, “আমাদের অবস্থান হলো অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরাইলের দখল করা ভূমি ফিলিস্তিনের জনগণকে ফিরিয়ে দেয়া উচিত। ফিলিস্তিনের জনগণকে তাদের ভূমি ফিরিয়ে দিতে হবে।”

এদিকে, গাজা ও ফিলিস্তিনের অন্যান্য ভূখণ্ডে ইসরাইলের হামলায় নিহতদের জন্য শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলান মুফতি মোহাম্মদ রুহুল আমিন দোয়া পরিচালনা করেন।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটে শত শত মুসল্লির এতে অংশগ্রহণ করেন। এ সময় মোনাজাতে, নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন মুসুল্লিরা। তারা ইসরাইলের অভিযানে নিহতদের আত্মার চির শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া, শুক্রবার বাংলাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডায় ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়।

XS
SM
MD
LG