ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে একজন নিরাপত্তা কর্মকর্তা এবং বাসিন্দারা বলেন সোমালিয়ার রাজধানীর বাইরে একটি নিরাপত্তা চৌকিতে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় নিরাপত্তা কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ভোরে হামলার দায় স্বীকার করেছে। বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চালিয়ে মোগাদিশু থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে এলাশা বিয়াহায় সোমালি মিলিটারি পুলিশ পরিচালিত একটি শিবিরে প্রবেশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন, সৈন্যরা আগত গাড়িটি লক্ষ্য করে গুলি ছুঁড়লেও, গাড়ির জানালাগুলোতে ধাতব পদার্থ থাকায় বুলেট আঘাত করতে পারেনি।
গাড়ি ও হতাহতের তথ্য ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছেন লোয়ার শাবেল অঞ্চলের গভর্নর মোহাম্মদ ইব্রাহিম বারে। লোয়ার শাবেল অঞ্চলেই রয়েছে এলাশা বিয়াহা।
কর্মকর্তাটি আরও বলেন, আল-শাবাবের গাড়ি বোমা আটকাতে নিয়োজিত সৈন্যদের লক্ষ্য করেই এই বোমা হামলা চালানো হয়।