অ্যাকসেসিবিলিটি লিংক

খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১৪


খার্কিভের বাইরে কোরোটিচ গ্রামে রুশ ক্ষেপণাস্ত্রে আক্রান্ত একটি ডাক বিতরণ কেন্দ্র পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা। ( ২২ অক্টোবর, ২০২৩)।
খার্কিভের বাইরে কোরোটিচ গ্রামে রুশ ক্ষেপণাস্ত্রে আক্রান্ত একটি ডাক বিতরণ কেন্দ্র পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা। ( ২২ অক্টোবর, ২০২৩)।

শনিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খার্কিভের একটি বেসামরিক ডাক বিতরণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে সেখানকার অন্তত ছয়জন কর্মী নিহত ও ১৪ জন আহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, একটি ভবনের জানালা উড়ে গেছে এবং ভবনের সামনে “নোভা পোশতা” লেখা ট্রাক দাঁড়িয়ে আছে। নোভা পোশতা মানে ইউক্রেনীয় ভাষায় নতুন পোস্ট।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেন্সকি এই কেন্দ্রে আঘাতের খবরের কথা জানান।

বিস্তৃত খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবোভ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।

খার্কিভের উত্তরে বেলগোরদ অঞ্চলে রুশ বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এর মধ্যে দুটি গুদামে আঘাত হেনেছে।

রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও অতীতে বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

XS
SM
MD
LG