অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত


তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে একটি সমাবেশে মোমবাতি জ্বালানো হয়। ১৭ অক্টোবর, ২০২৩। এএফপি ফাইল ছবি।
তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে একটি সমাবেশে মোমবাতি জ্বালানো হয়। ১৭ অক্টোবর, ২০২৩। এএফপি ফাইল ছবি।

ইসরাইলের সাম্প্রতিক হামলায় নিহত ফিলিস্তিনি জনগণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। রবিবার (২২ অক্টোবর) এ বিষয়ে একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে জাতীয় সংসদে।

শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী; পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শোক প্রস্তাবে স্পিকার বলেন, “গাজা ও ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলের দখলদার বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদ গভীর শোক প্রকাশ করে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে।”

শিরীন শারমিন চৌধুরী বলেন, “সংসদ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।” এ ছাড়া, বাংলাদেশের জাতীয় সংসদ মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্পে এবং লিবিয়া ও সিকিমে বন্যায় নিহত মানুষের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছে।

XS
SM
MD
LG