অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ; সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ; সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ; সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ও সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, সোমবার দুপুরের মধ্যে পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ছাড়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, “নিরাপত্তার স্বার্থে সোমবার দুপুর আড়াইটার মধ্যে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত পর্যটকদের টেকনাফে ফিরে যেতে বলা হয়।”

এছাড়া, সোমবার টেকনাফ-সেন্টমার্টিন, সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-চট্টগ্রাম রুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

XS
SM
MD
LG