অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রুশ হামলায় ৮ জন আহত


রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্কে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির জানালা দিয়ে একজন সামরিক তদন্তকারী বেরিয়ে আসছেন। ( ২৪ অক্টোবর, ২০২৩)
রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্কে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির জানালা দিয়ে একজন সামরিক তদন্তকারী বেরিয়ে আসছেন। ( ২৪ অক্টোবর, ২০২৩)

ইউক্রেন মঙ্গলবার জানিয়েছে, দেশটির দুটি অংশে রুশ হামলায় অন্তত আটজন আহত হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে রুশ বিমান হামলা ও গোলাবর্ষণে চারজন আহত ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্লিমেনকো আরও বলেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খার্কিভ অঞ্চলে রুশ হামলায় চারজন আহত হয়েছেন।

ইউক্রেন ও রাশিয়া উভয়ই মঙ্গলবার বলেছে, তাদের সামরিক বাহিনী প্রতিপক্ষের চালকবিহীন যান থেকে হামলা প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা কৃষ্ণ সাগরের উত্তরাঞ্চলে ইউক্রেনের তিনটি নৌকা ধ্বংস করেছে।

রাশিয়া রয়টার্সকে জানিয়েছে, তারা সেভাস্তোপোল বন্দরের কাছে “নাশকতাবিরোধী” অভিযান পরিচালনা করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ক্রাইমিয়া থেকে রাশিয়ার ছোঁড়া ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG