অ্যাকসেসিবিলিটি লিংক

বুধবার ইউক্রেনে ১৫ কোটি ডলারের সামরিক সহায়তা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে


ইউক্রেনের সেনারা ২০২২ সালের ১৪ জুলাই ইউক্রেনের খারকিভে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এম ৭৭৭ হুইটজার থেকে রাশিয়ার স্থাপনায় গুলি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।ফাইল ছবি।
ইউক্রেনের সেনারা ২০২২ সালের ১৪ জুলাই ইউক্রেনের খারকিভে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এম ৭৭৭ হুইটজার থেকে রাশিয়ার স্থাপনায় গুলি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র বুধবার থোক সাহায্য হিসেবে ইউক্রেনের জন্য ১৫ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত সামরিক সহায়তা প্রদান করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের তিনজন সামরিক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে একথা জানান। ইউক্রেন রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুগুলোকে ব্যাপকভাবে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত নতুন অস্ত্র ব্যবহার করার এক সপ্তাহ পরেই এই সংবাদ জানা গেল।

এই থোক সহায়তার মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স)-এর জন্য আরও জিএম এলআরএস রকেট, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস), টো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এইম নাইন সাইডউইন্ডার মিসাইল এবং ১৫৫ মিমি রাউন্ডের যুদ্ধাস্ত্র। দুজন কর্মকর্তা এই থোক সহায়তার ঘোষণার আগে আলোচনার সময়ে নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন।

১৫৫ মিমি রাউন্ডের প্রাপ্যতা সাম্প্রতিক দিনগুলোতে উদ্বেগ বাড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের অংশীদার ইউক্রেন এবং ইসরাইল উভয়েরই তাদের যুদ্ধের জন্য ১৫৫ মিমি রাউন্ডের প্রয়োজন। ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে, ইসরাইলের যুদ্ধ ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসে বিরুদ্ধে। হামাস ৭ অক্টোবর নির্লজ্জ সন্ত্রাসী হামলায় শত শত ইসরাইলিকে হত্যা করেছে এবং আরও কয়েক ডজন মানুষকে অপহরণ করেছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ওয়াশিংটন বলেছে, তারা তেল আবিব এবং কিয়েভের সামরিক চাহিদা পূরণে সক্ষম।

বুধবার প্রত্যাশিত এই থোক সহায়তাটি ৪৯তম বারের থোক সহায়তা, যেটি যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে সরঞ্জাম সরবরাহ করতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ড্রডাউন কর্তৃত্ব ব্যবহার করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র প্রায় ৪৪০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে ।

XS
SM
MD
LG