ঢাকার বিভিন্ন থানায় আটককৃত বিএনপির কর্মীদেরকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে তিন দিনে প্রায় ১ হাজার ২০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন।