যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, (বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্হ্যের ক্রম অবনতির খবরের ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে।
বৃহস্পতিবার স্টেটডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং-এ এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মিলার বলেন, "তার ব্যাপারে (বেগম খালেদা জিয়া) যেন একটি স্বচ্ছ ও ন্যায্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় তা নিশ্চিত করার ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছি। (বাংলাদেশের) অভ্যন্তরীন আইনি প্রক্রিয়ার ব্যাপারে আমার আর কিছু বলার নেই।"