বাংলাদেশের পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের আরেকটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের ৫ম চালান।
এক সপ্তাহের, ব্যবধানে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে, গত শুক্রবার (২০ অক্টোবর) রূপপুরে পৌঁছায় ইউরেনিয়ামের চতুর্থ চালান।
এ তথ্য, নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী।এর আগে, ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রথম জ্বালানির চালান।