অ্যাকসেসিবিলিটি লিংক

মেইনে গুলি করে ১৮ জনকে হত্যা, সন্দেহভাজন আততায়ীকে খুঁজছে যুক্তরাষ্ট্র


মেইনের লিউইস্টনে গণহারে গুলি চালানোর পর অনুসন্ধান অব্যাহত থাকায় আইন প্রয়োগকারী কর্মকর্তারা শুক্রবার স্কুলের গাড়ি রাখার এক জায়গায় দাঁড়িয়ে। ২৭ অক্টোবর, ২০২৩।
মেইনের লিউইস্টনে গণহারে গুলি চালানোর পর অনুসন্ধান অব্যাহত থাকায় আইন প্রয়োগকারী কর্মকর্তারা শুক্রবার স্কুলের গাড়ি রাখার এক জায়গায় দাঁড়িয়ে। ২৭ অক্টোবর, ২০২৩।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য মেইনে শুক্রবার ৪০ বছর বয়সী এক ব্যক্তির খোঁজে ব্যাপক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কয়েকশো পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলি। । ছোট্ট শহর লিউইস্টনের একটি বোলিং অ্যালি, একটি পানশালা ও গ্রিলে ১৮ জনকে গুলি করে হত্যার ঘটনায় এই ব্যক্তিকে যুক্ত করেছে কর্তৃপক্ষ।

মেইনের পুলিশ প্রধান কর্নেল উইলিয়াম রস বলেন, সন্দেহভাজন রবার্ট কার্ডকে “সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা উচিত।” কেউ যদি এই ব্যক্তির মুখোমুখি হন তাহলে তার সঙ্গে মোকাবিলা না করে পুলিশকে ফোন করা উচিত।

লিউইস্টনে কার্ডের এক আত্মীয়ের সম্পত্তির উপর বৃহস্পতিবার নজর রেখেছে পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলি ।

কর্তৃপক্ষ যেহেতু অনুসন্ধান অব্যাহত রেখেছে, তাই লিউইস্টনের সরকারি স্কুল ও এই পার্শ্ববর্তী এলাকা শুক্রবার বন্ধ রাখা হয়।

পুলিশ জানিয়েছে, কার্ড যুক্তরাষ্ট্রের আর্মি রিজার্ভের সদস্য। সে সম্প্রতি জানিয়েছিল যে, তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে। বুধবার সন্ধ্যার দিকে বোলিং অ্যালিতে ঢুকে পড়ে সে, ‘জাস্ট-ইন-টাইম রিক্রিয়েশনে’ হাজির হয় এবং এক আধা-স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়তে শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারপর সে গাড়ি চালিয়ে কাছেরই সিমেঞ্জেস বার ও গ্রিলে হাজির হয়। ১২ মিনিট পরে আর্কেড কায়দায় বানানো এই রেস্তোরাঁর মধ্যে আরও গুলি চালায় এই ব্যক্তি।

XS
SM
MD
LG