সারাদেশে রবিবার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, “আগামীকাল (২৯ অক্টোবর) দেশের সকল মহানগর, জেলা, উপজেলায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।” এসময় বিএনপির সমালোচনা করেন তিনি। বলেন, “দেখা যাক আগামীকাল থেকে কে আপনাদের (বিএনপির) পাশে দাঁড়ায়।”
ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মহান যাত্রা এখন মরে গেছে।’ অরাজকতার জন্য তাদের হরতাল কেউ মেনে নেবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। আমরা আগামীকাল (২৯ অক্টোবর) সারা দেশের মহানগর, জেলা, উপজেলায় শান্তি সমাবেশ করবো।”
তিনি বলেন, “সংঘর্ষের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ছিলেন। এমনকি দুশ্চিন্তার কারণে দুপুরের খাবার খেতে পারেননি তিনি। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন; দেখা যাক তারা কী করে।”
রবিবার হরতাল ডেকেছে বিএনপি
এদিকে, শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের মধ্যে সমাবেশ মঞ্চ ছাড়ার আগে হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, “রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।”
এর আগে সংঘর্ষের জের ধরে কর্মসূচির মাঝপথে বিএনপির মহাসমাবেশ স্থগিত করা হয়।
দুপুর ১২টা ৪০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়ে দুপুর সোয়া ২টার দিকে শেষ হয়ে যায়।