রাশিয়া বলছে রবিবার রাতভর তারা কৃষ্ণ সাগর ও ক্রাইমিয়া উপদ্বীপে ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময় ৩৬টি ড্রোন ভূপাতিত করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযানের মাত্রা বাড়ালেও এই রাতভর হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়ে পারমাণবিক বর্জ্য সংরক্ষণের একটি গুদামের ক্ষতি করেছে। এ ছাড়া, রাশিয়া আরও দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রক শনিবার জানায়, বৃহস্পতিবার রাতে ৩টি বিস্ফোরক-যুক্ত ড্রোন বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবন ও বর্জ্য সংরক্ষণের গুদামে হামলা চালায়। কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রেস বিভাগ হামলার বিষয়টি শুক্রবার নিশ্চিত করে। তবে তারা সাংবাদিকদের জানায়, এই হামলায় কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি। এমন কী, বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমেও কোনো বিঘ্ন দেখা দেয়নি।
অপরদিকে পূর্ব ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভডিভকায় তীব্র যুদ্ধ অব্যাহত ছিল।
ইউক্রেনের বিমানবাহিনী বলছে, তারা শনিবার রাতে দেশটির নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে ধেয়ে আসা ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩টিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এই সপ্তাহান্তে আকাশ পথে হামলার তেমন কোনো সংবাদ পাওয়া না গেলেও এর আগের কয়েক সপ্তাহ ধরে আভডিভকার কাছাকাছি অঞ্চলে তীব্র যুদ্ধ হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুসতেম ইমেরভ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে শনিবার জানান, রাশিয়া আভডিভকায় প্রায় ৪ হাজার সেনা হারিয়েছে। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রক এই তথ্য জানিয়েছে।