বাংলাদেশের রাজধানী ঢাকায়, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার জন্য দায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত ব্যাক্তির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এর আগে, বিচারিক আদালত দাদের মৃত্যুদণ্ড দিয়োছলোন।
সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। দণ্ডিত ব্যক্তিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আরিফুল ইসলাম ও আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের।
আইনজীবী আরিফুল ইসলাম বলেন,“মামলাটি ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পরে খালাস চেয়ে আপিল করা হয়। হাইকোর্ট ডেথ রেফারেন্স খারিজ করে দেন এবং আপিল আংশিকভাবে গ্রহণ করে সাত জনের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন।
উল্লেখ্য, ২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে ২০২০ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাত জনকে মৃত্যুদণ্ড দেন। তখন একজনকে বেকসুর খালাস দেয়া হয়।
২০১৬ সালের ১ জুলাই রাতে ক্যাফেতে ১২ ঘণ্টা ধরে জঙ্গিরা কয়েক ডজন মানুষকে জিম্মি করে রাখে এবং ১৭ জন বিদেশি ও দুই পুলিশ সদস্যসহ ২২ জনকে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন; ৯ জন ইতালীয়,৭ জন জাপানি, ১ জন ভারতীয়, ১ জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও ২ জন বাংলাদেশি নাগরিক।