বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য, হিংসতা পরিহার করতে এবং একসঙ্গে কাজ করতে, সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ৭টি দেশের কূটনৈতিক মিশন। দেশগুলো হলো; অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
সোমবার (৩০ অক্টোবর) মিশনগুলো এক যৌথ বিবৃতিতে ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ৭টি দেশের দূতাবাস ও হাইকমিশনের যৌথ বিবৃতিতে বলা হয়, “২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতায়, তাদের দেশ; অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার গভীরভাবে উদ্বিগ্ন।”
বিবৃতিতে, হতাহতের ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছে জানানো হয়। কূটনীতিকদের জন্য সরকারের নির্ধারিত ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা আগে এই বিবৃতি এসেছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে,ঢাকায় অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অবহিত করার জন্য ৩০ অক্টোবর সময় নির্ধারন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের ব্রিফ করবেন বলে কথা রয়েছে।