ইসরাইল বলছে, তারা ৭ অক্টোবরে দক্ষিণ ইসরাইলের ভয়াবহ হামলার পরিকল্পনাকারীদের অন্যতম এক হামাস কমান্ডারকে হত্যা করেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেট আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নাসিম আবু আজিনা এক বিমান হামলায় নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আবু আজিনা ছিলেন হামাসের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের বেইত লাহিয়া ব্যাটালিয়নের কমান্ডার। তিনি হামাসের দুঃসাহসিক অভিযানে মনুষ্যবিহীন উড়ন্ত পরিবহন ও প্যারাগ্লাইডার বাহিনী তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, “তাকে হত্যা করায় হামাস যোদ্ধাদের আইডিএফের স্থল কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্যোগে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে।”
আইডিএফ জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের স্থল ও বিমানবাহিনী সম্মিলিতভাবে প্রায় ৩০০ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। যার মধ্যে আছে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ রকেট লঞ্চ পোস্ট এবং হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গের অভ্যন্তরে অবস্থিত সামরিক কমপাউন্ড। সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা এই অভিযানের সময় নিহত হয়েছেন।
গাজায় হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গপথের বড় আকারের নেটওয়ার্ক রয়েছে। ধারণা করা হয়, এখানে অস্ত্র, খাবার ও অন্যান্য উপকরণ জমা রাখা হয়।
ইসরাইলি সেনা ও ট্যাংকগুলো উত্তর গাজায় ধীরে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা গাজায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।