রাজা তৃতীয় চার্লস রাজা হিসেবে কেনিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফরে আছেন। তিনি সেখানে ৩১ অক্টোবর মঙ্গলবার ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতার লড়াইয়ের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।
সোমবার কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, চার্লস এবং রাণী ক্যামিলাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
চার্লস এবং রুটো স্বাধীনতার জন্য প্রাণ দেয়া নাম না জানা যোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ওই বাগানের নামের সোয়াহিলি অর্থ হলো স্বাধীনতা। (এপি)