অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইন্টারনেট, ফোন পরিষেবা আবার বন্ধ


২০২৩ সালের ১ নভেম্বর প্রকাশিত এই ছবিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সাঁজোয়া যানগুলোকে গাজায় তাদের স্থল অভিযানের সময় দেখা যায়। (রয়টার্স)
২০২৩ সালের ১ নভেম্বর প্রকাশিত এই ছবিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সাঁজোয়া যানগুলোকে গাজায় তাদের স্থল অভিযানের সময় দেখা যায়। (রয়টার্স)

  • ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা জানিয়েছে, বুধবার গাজা উপত্যকা জুড়ে ইন্টারনেট এবং ফোন নেটওয়ার্ক বন্ধ রয়েছে।
  • জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় ২১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
  • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুত্তেরেস বলেছেন, “এ পর্যন্ত গাজায় যে পরিমাণ ত্রাণ সহায়তার অনুমতি দেয়া হয়েছে তা একেবারেই অপর্যাপ্ত।”
  • সংবাদ আউটলেটগুলো বলছে, গাজায় যুদ্ধ শুরু হবার পর আটকে পড়া বিদেশী নাগরিক এবং দ্বৈত নাগরিকরা বুধবার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করেছে।
  • আহত ফিলিস্তিনিদের প্রথম দলকে চিকিৎসার জন্য মিশরে নিয়ে যাওয়া হবে।
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার মধ্যপ্রাচ্যে ফিরবেন।

গাজা আবারও সম্পূর্ণ যোগাযোগ ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, উত্তর গাজার জাবালিয়া শহরের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলার কয়েক ঘণ্টা পরে ফোন এবং ইন্টারনেট পরিষেবার সর্বসাম্প্রতিক ব্ল্যাকআউট হলো। এতে কমপক্ষে ৫০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র সিএনএনকে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওই এলাকায় “একজন সিনিয়র হামাস কমান্ডার” অবস্থান করছিলেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে পরে ওই ব্যক্তিকে ইব্রাহিম বিয়ারি নামে শনাক্ত করা হয়। এতে বলা হয়, তিনি ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস জঙ্গিদের “ভয়াবহ সন্ত্রাসী হামলার” একজন প্রধান হোতা।

জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় ইসরাইলের প্রতিবেশী বেশ কয়েকটি আরব রাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে, এই হামলা এই অঞ্চলে অপূরণীয় প্রভাব ফেলবে। ইউএই আবার “আরও প্রাণহানি রোধে অবিলম্বে যুদ্ধবিরতির” আহ্বান জানিয়েছে।

এই হামলাকে সৌদি আরব "দখলদার ইসরাইলি বাহিনীর অমানবিক লক্ষ্যবস্তু" বলে নিন্দা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, হামলাটি ইসরাইলের দ্বারা সংঘটিত আরেকটি যুদ্ধাপরাধ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

মঙ্গলবারে জাবালিয়াতে হওয়া হামলাটি হামাস এবং গাজায় হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ককে লক্ষ্য করে ইসরাইলের সেনাবাহিনীর ধারাবাহিক স্থল ও বিমান হামলার মধ্যে সর্বসাম্প্রতিকতম। এর আগে মঙ্গলবার আইডিএফ বলেছিল, একটি বিমান হামলায় আরেক হামাস কমান্ডার নিহত হয়েছেন। ওই নেতা ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন। ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে ১৪০০ জন নিহত হয়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG